Krishi Prayukti Sahayak Govt Job in West Bengal

খুব শীঘ্র ই রাজ্য সরকার কৃষি বিভাগে ‘কৃষি প্রযুক্তি সহায়ক ‘ পদে বিপুল নিয়োগ করতে চলেছে । নবান্ন সুত্রে খবর , ‘কৃষি প্রযুক্তি সহায়ক ‘ পদে বর্তমানে প্রায় ১২০০ আসন ফাঁকা রয়েছে । ২০২১ সালের শুরুতেই ‘কৃষি প্রযুক্তি সহায়ক ‘ পদে আবেদন করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ।

যোগ্যতা :
যেকোনো শাখার উচ্চমাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন । গ্রাজুয়েট ও পোস্ট-গ্রাজুয়েট পাস ছেলেমেয়েরাও এই পদে আবেদনের জন্য যোগ্য ।

বয়স :
আবেদন করার জন্য বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে । তপশিলি জাতি উপজাতির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৫ বছর, ও বি সি প্রার্থীরা ৩ বছর ও দৈহিক প্রতিবন্ধীরা ৮ বছরের ছাড় পাবেন ।

পরীক্ষার নম্বর :
‘কৃষি প্রযুক্তি সহায়ক রিক্রূটমেন্ট পরীক্ষার ‘ মাধ্যমে প্রার্থী বাছাই করবে ‘পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ‘। মোট দুটি পর্যায়ে পরীক্ষা নেওয়া হবে । প্রথম পর্বে পরীক্ষা হবে ইংরেজি, অংক ও জেনারেল স্টাডিস বিষয়ে, নম্বর থাকবে ১২০ । দ্বিতীয় পর্বে ৩০ নম্বরের পরীক্ষা হবে ডেসক্রিপটিভ ইংরেজি বিষয়ে ।

বেতন :
মাসিক বেতন স্কেল ৫৪০০-২৫২০০ টাকা , গ্রেড পে ২৯০০ টাকা ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!